লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাঃ রেজাউল ইকরাম দীর্ঘ ৬ বছর ধরে বিনা অনুমতিতে অনুপস্হিত রয়েছেন । ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের হাজার হাজার মানুষ।
খোঁজ নিয়ে জানা যায় ডাঃ রেজাউল ইকরাম ২০১৬ সালে লাখাই উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কেন্দ্রে যোগদান করার পর মুড়িয়াউক পঃপঃ কল্যান স্বাস্হ্য কেন্দ্রের দায়িত্ব পান । দায়িত্ব দেয়ার পর থেকেই তিনি বিনা অনুমতিতে এখন পর্যন্ত অনুপস্হিত রয়েছন।
এ ব্যপারে লাখাই পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা গৌতম কুমার রায়ের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। অপর দিকে ওই কেন্দ্রের পরিদর্শিকা রোকেয়া আক্তার প্রায় ২ মাস যাবত অনুপস্হিত সম্পর্কে জানতে চাইলে গৌতম কুমার জানান পরিদর্শিকা রোকেয়া আক্তার কে নবীগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে কিন্তু তিনি বদলীকৃত স্হানে যোগদান না করে ডাকযোগে অসুস্হতা দেখিয়ে ছুটির আবেদন করে তিনি নিশ্চিন্তে বাড়ীতে অবস্হান করছেন।
এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন মর্মে প্রশ্ন করলে তিনি জানান রোকেয়ার ব্যাপারে বিভাগীয়ব্যবস্হা নেয়া হবে। বিষয়টি নিয়ে পরিদর্শিকার সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করলে রোকেয়া জানান, আমি অসুস্হ তাই ছুটির আবেদন করে বাড়ীতেই রেষ্টে আছি।
পরিদর্শিকা রোকেয়াকে ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে কি না প্রশ্ন করলে তিনি জানান, আমি ছুটির আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ আমার ছুটির আবেদন মঞ্জুর করেনি মর্মে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
এ দিকে মুড়িয়াউক ইউনিয়নবাসীর অভিযোগ ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে কিন্তু নেই কোন চিকিৎসা সেবা। এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্হ্য ওপঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে আলাপকালে তিনি জানান মুড়িয়াউক ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাঃ রেজাউল ইকরাম ও পরিদর্শিকা রোকেয়া অনুপস্হিত থাকায় ইউনিয়নের এলাকাবাসীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই বিষয়টি আমার এখতিয়ারের বাহিরে।
ইউনিয়নবাসীর দাবী জরুরী ভিওিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে শূন্যস্হান পূরনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে জোর দাবী জানান ।