লাখাই উপজেলার একমাত্র ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্বোধনের এক বছরের ও পাঠদানের আসবাবপত্র সরবরাহ করা হয়নি। ফলে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানে জটিলতা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় গত ১৭ ফেব্রুয়ারী ২১ সালে ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় তিনতলা ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য । কিন্তু এখন পর্যন্ত এই বিদ্যালয়ের আসবাবপত্র বরাদ্ধ দেয়া হনি।
এ ব্যাপারে ভাদিকারা আদর্শ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২০১৮ সালে শিক্ষার্থী ছিল ৮৪৭জন এবং ২০১৯সালে শিক্ষর্থী সংখ্যা ছিল ৭৩৬জন এবং বছর শিক্ষার্থী সংখ্যা ৬৩২ জন।
তিনি আরো জানান, আমার এই বিদ্যালয়ে ২০১৯ সালে ১১টি ট্যালেন্টপুল বৃর্ওি পেয়েছিল। নতুন ভবনের আসবাবপত্র না থাকায় নানা সমস্যায় আছি। তিনি আরো জানান আমার এই বিদ্যালয়ের পশ্চিম ভিটার বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ তাই এটি আপাতত বন্ধ রেখেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান শিক্ষককে আবেদন করার জন্য বলে দিয়েছি । অচিরেই ব্যবস্হা নিব।
বিস্তারিত জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান এ প্রতিনিধি কে জানান, ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র ও ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে শীঘ্রই ব্যবস্হা নেয়া হবে ।