লাখাইয়ের বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইভিএমে ভোটের ফলাফল পরিবর্তন ও অনিয়মের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 31 December 2021

লাখাইয়ের বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইভিএমে ভোটের ফলাফল পরিবর্তন ও অনিয়মের অভিযোগ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণের পর অনিয়ম করে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট লিখিত অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ভেলু মিয়া, বাবুল আহমেদ, বাচ্চু মিয়া ও রফিক মিয়া।
লিখিত অভিযোগ হতে জানা যায়, গত ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা ও শালদিঘা নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে ভোট গণনায় সুহেল মিয়া নামের এক এজেন্টের স্বাক্ষর ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ইচ্ছার বিরুদ্ধে নেয়া হয়। ভোট গননায় অনিয়ম করা হয়।

ছবি : ইভিএম এর ফাইল ছবি

এসময় ওই কেন্দ্রটিতে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত কৃষি ব্যাংক, কালাউক শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল জলিল এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত মাধবপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ সুজন মিয়া অবৈধ প্রভাব বিস্তার করে প্রতিটি বুথের রেজাল্ট দেখাননি। তারা এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্র থেকে বের করে দেন।
অন্যতম মেম্বার পদপ্রার্থী রফিক মিয়ার কোন এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। তার একাধিক এজেন্ট বুথে ঢুকতে চায় তাদের কে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। ভোট গণনার সময় ফলাফল বদলে দেন আব্দুল জলিল ও সুজন মিয়া।
অভিযোগকারী নিকটতম প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী ভেলু মিয়া জানান, মুলত মেম্বার পদপ্রার্থী নিজাম উদ্দিন সুজনকে পাশ করানোর জন্য আব্দুল জলিল ও সুজন মিয়া অসদুপায় অবলম্বন করেছেন। এ ঘটনার ন্যায্য বিচার চান তিনি।
এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান ফলাফল ঘোষণার সময় কেন্দ্রের দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রতিটি বুথের ফলাফল আলাদাভাবে এজেন্টদেরকে দেখানো হয়েছিল কিনা এ প্রশ্ন করা হলে এর উত্তরে তিনি জানান নির্বাচন কমিশন থেকে সকল বুথের ফলাফল একত্রিত করে সমন্বিতভাবে ফলাফল প্রকাশ করে সেটি এজেন্টদেরকে দেখানোর নির্দেশনা ছিল।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন সংক্রান্ত যে কোন অভিযোগ নির্বাচন ট্রাইব্যুনালের নিকট করতে হয়।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়