মনির উদ্দিন মনির,লাখাই প্রতিনিধি।। লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিজুল মাষ্টার আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৫ই জুন শুক্রবার সন্ধ্যায় ৭ টায় বার্ধক্যজনিত রোগের কারনে নিজবাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, আগামীকাল আনুমানিক সকাল ১০ টায় উপজেলা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আজিজুল মাষ্টার সুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরপূর্ণীগ্রাম সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ।