লাখাইয়ের বামৈ নৌকা ঘাটে টমটম ও নৌকা পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ মানুষ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ের বামৈ নৌকা ঘাটে টমটম ও নৌকা পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ মানুষ

অনলাইন এডিটর
August 7, 2020 11:17 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি : লাখাইয়ে নৌকা ঘাট ও টমটম স্ট্যান্ড ইজারা নিয়ে সিন্ডিকেট করেক অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ভোগান্তিতে পড়েছেন লাখাই ও বামৈ ইউনিয়নের হাজার হাজার সাধারন মানুষ।

সরেজমনিন অমুসন্ধানে জানা যায় বামৈ পশ্চিম গ্রাম এর নিকটের নৌকা ঘাট বামৈ ইউনিয়ন পরিষদ থেকে এবছর ৬০,০০০ টাকায় ইজারা নেন লাখাই উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদের অনুসারী বলে পরিচিত বামৈ পশ্চিম গ্রামের রায়হান উদ্দিন ও জাকির হোসেন। তারা দুজন ইজারা পেয়ে সুকৌশলে যুগ যুগ ধরে বামৈ আলাউদ্দিন মার্কেটের নিকটের নৌকাঘাট এর স্থান পরিবর্তন করে নিয়ে যান প্রায় আধা কিলোমিটার পশ্চিমে বামৈ-লাখাই সড়কের দরগাবাড়ি নামক স্থানে।

 

ছবি: লাখাইয়ের বামৈ নৌকা ঘাট

 

একই সাথে তারা নিজেরাই টমটম স্ট্যান্ড ম্যানেজারের দায়িত্ব নিয়ে দরগাবাড়ি নামক জায়গাটিতে টমটম স্ট্যান্ড বসিয়ে দেন। উদ্দেশ্য নৌকাঘাট এবং টমটম স্ট্যান্ড দু জায়গা থেকেই ফায়দা লোটা। এর ফলে সাধারণ মানুষকে বামৈ থেকে ১০/১৫ টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে টমটমে করে যেতে হচ্ছে দরগাবাড়ি নামক স্থানের নৌকাঘাটে তারপর সেখান থেকে নৌকায় উঠে আরো ৩০/৪০ টাকা ভাড়া গুনে পৌঁছাতে হচ্ছে তাদের গন্তব্য লাখাই গ্রামে। লাখাই থেকে আসলেও একইভাবে ভোগান্তিতে পড়ছেন তারা। জাকির এবং রায়হান দুজনেই এ থেকে ফায়দা লুটছেন। কিন্তু এতে করে প্রচন্ড রকম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। বাড়তি ভাড়া না দিতে চাইলে তাদের সাথে বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বামৈ গ্রামের শরীফ ও লাখাইয়ের সুমন দাশ নামে দুইজন যাত্রীর সাথে কথা বললে তারা জানান, যুগযুগ ধরে আমরা দেখে আসছি বামৈ নৌকা ঘাট থেকে নৌকা ছেড়ে লাখাই ইউনিয়নের বিভিন্ন বাজারে নৌকা যাতায়ত করতো, এখন পানি বেশি থাকা সত্যেও তারা নির্ধারিত ঘাট থেকে নৌকা ছেড়ে যায় না। এতে করে আমরা হয়রানির শিকার হচ্ছি।

এ ব্যাপারে জাকির এবং রায়হানের সাথে কথা বললে তারা টমটম স্ট্যান্ড এবং নৌকাঘাট দুটিই ইজারা এবং ম্যানেজমেন্ট এর দায়িত্ব নেয়ার কথা স্বীকার করেন। নৌকা ঘাট বামৈ গ্রামের নিকটে কেন এবছর দেয়া হয়নি জানতে চাইলে তারা বলেন স্থানীয় মানুষদের জাল ফেলে মাছ ধরার কারণে তারা সেখানে নৌকাঘাট নিতে পারেননি। ইউনিয়ন চেয়ারম্যান কে এ ব্যাপারে জানিয়েছেন কিনা প্রশ্ন করা হলে তারা বলেন যে তারা এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান কে জানাননি। তাদেরকে বাড়তি ভাড়া আদায় ও যাত্রী ভোগান্তির কথা জিজ্ঞেস করলে তারা বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন, যদিও তাদেরই নিযুক্ত করা সিরিয়াল ম্যান বাদল বাড়তি ভাড়া নেয়ার কথা নিশ্চিত করেন।

এ বিষয়ে টমটম চালক সুমন বলেন, বামৈ থেকে দরগা বাড়ি পর্যন্ত ১০ টাকা ভাড়া নিচ্ছি আমরা। ৫ টাকার পরিবর্তে ১০ টাকা কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ১০ টাকাই সঠিক, গাড়ি সিরিয়াল লেখাইলে ২ ঘন্টা পর একটা ট্রিপ মারি সে জন্য ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

এ বিষয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ৬০,০০০ টাকা দিয়ে এবছর নৌকা ঘাট ইজারা দেয়া হয়েছে। ঘাট স্থানান্তর করা হলো কেন প্রশ্ন করা হলে তিনি বলেন সবসময়ই নৌকা ঘাট বামৈ আলাউদ্দিন মার্কেটের কাছেই থাকে এবছরও এখানেই থাকার কথা। ইজারাদারদের ব্যাপারে আরো অভিযোগ শুনেছি।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং কে ঘাট ইজারা দেয়া ও সিন্ডিকেট করে অধিক ভাড়া আদায় ও যাত্রী হয়রানি করার বিষয়ে অবগত করলে তিনি জানান সরকারি প্রশাসন এর বাইরে কোন কিছু ইজারা দেয়ার এক্তিয়ার কারো নেই। এই বিষয়টিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।