লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার পর প্রেমিককে গ্রেপ্তার করে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা জাহিদ মিয়া নামের ওই আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার (৮এপ্রিল) রাত ৮ টার দিকে লাখাই থানায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, ওই অপ্রাপ্তবয়স্ক কিশোরীর ফুফাতো ভাই সোহাগ ঢাকায় থেকে ব্যবসা করার সময় জাহিদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। এই সুবাদে সোহাগদের বাড়ি তেঘরিয়া গ্রামে মাসখানেক থেকে বেরিয়ে যায় জাহিদ। এ সময় ওই কিশোরীর সাথে ভুলিয়ে ভালিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জাহিদ। এরপর গত ৬ এপ্রিল তাকে নিয়ে পালিয়ে যায় জাহিদ।
৭ এপ্রিল ওই কিশোরীকে খুঁজে না পেয়ে তার পিতা লাখাই থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে লাখাই থানার অফিসার ইনচার্জ সায়েদুল ইসলাম ঢাকার কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে এ বিষয়ে অবগত কোরে জরুরী ভিত্তিতে ভিকটিম ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
কামরাঙ্গীরচর থানার ওসি সঙ্গীয় ফোর্স সহ কামরাঙ্গীরচর কয়লা ঘাট এলাকা থেকে আসামী জাহিদ কে গ্রেপ্তার করতে সক্ষম হন। আসামীর দেয়া তথ্য অনুযায়ী আসামীর ফুফুর বাসা কারমাঙ্গীরচর এলাকা থেকে ভিকটিম লামিয়া আক্তার কে উদ্ধার করা হয়।
লাখাই থানার এসআই ইকবাল কবির সম্রাটের কাছে আসামী ও ভিকটিম কে হস্তান্তর করার পর এসআই ইকবাল কবির সম্রাট তাদেরকে নিয়ে শুক্রবার রাত ৮টায় লাখাই থানায় উপস্থিত হন।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ সায়েদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু ভিকটিম অপ্রাপ্তবয়স্ক সেহেতু এটিকে অপহরন মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে।