স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ আদালতপাড়ায় জাল নোটারী পাবলিক তৈরি চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ইকবাল মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ওই চক্রের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ জেলা সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। মামলার আসামীরা হলেন লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের সমালোচিত ৪টি ধর্ষণ মামলার বাদী শারমিন জাহান রিপন ও তার সহযোগী আরও দুজন।
জানা যায়, হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে একটি চক্র বিয়ে, তালাক, জায়গা-জমির মালিকানা হস্তান্তরের নামে ভুয়া কাগজ তৈরি করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল। প্রতারক চক্রটি এতোই বেপরোয়া যে শুধু জাল কাগজ তৈরিই নয়, ভুয়া মামলার নাটক সাজিয়ে অসহায় মানুষদের ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।
অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রের মূল হোতা মামলার প্রধান আসামী শারমিন জাহান রিপন একজন পেশাদার মামলাবাজ। একের পর এক বিয়ে এবং বিয়ে করে পর পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে স্বামীর উপর যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করে লাখ টাকা নিয়ে আপোষ করা। তথ্য আছে, এভাবেই তিনি পর পর ৪জন স্বামীর সংসার ত্যাগ করেছেন এবং তাদের যৌতুকের অভিযোগে মামলা দায়ের করে টাকা নিয়ে আপোষও করেছেন। পরে আবার পরকীয়া প্রেমিকদের উপর ইচ্ছাকৃত শারীরিক সম্পর্কে জড়িয়ে করেছেন ধর্ষণের মামলা।
অনুসন্ধানে দেখা গেছে, শারমিন জাহান রিপন এভাবেই ৫/৭টি ধর্ষণ মামলা করেছেন। মামলাগুলোর বেশীর ভাগই করেছেন লাখাই থানায়। দুই একটি মামলা করেছেন হবিগঞ্জ আদালতে। বিয়ে, ধর্ষণ এবং আরও বিভিন্ন অপকর্ম করতে তাকে সাহায্য করেছেন ওই চক্রের শীর্ষ নেতা হবিগঞ্জ আদালতপাড়ার দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তির সহযোগীতায় শারমিন জাহান লিপি প্রায় ১ ডজন তালাক ও বিয়ের এফিডেভিট করেছেন। পরকীয়া, বিয়ে এবং ধর্ষণের নাটকের ফাঁদে আটকে আছে তার একমাত্র পুত্র সন্তানের পিতৃ পরিচয়। ওই সন্তানের পিতৃ পরিচয় পেতে সর্বশেষ পরকীয়া প্রেমিক, স্বামী এবং ধর্ষকদের আলামত সংগ্রহ করে আদালতে ডিএনএ টেস্টের আবেদনও করেন শারমিন জাহান রিপন। অভিযোগ আছে, বেকায়দায় পড়লে তাকে আড়াল থেকে সহযোগীতা করেন আদালতপাড়ার ওই দুই ব্যক্তি। বিনিময়ে পেয়ে থাকেন মোটা অঙ্কের মাসোহারা।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়, একই অভিযোগে ইতোপূর্বে আরও কয়েকটি মামলা হয়েছে শারমিন জাহান রিপনের সহযোগী ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে বহু জাল-জালিয়াতি করেও কৌশলে বেঁচে যান তিনি। সর্বশেষ গত কয়েক দিন আগে স্বাক্ষর জাল করে ভুয়া এফিডেভিট তৈরির অভিযোগে আইনজীবিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। নাম প্রকাশে আরেক ভুক্তভোগী দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘কয়েকজনের সঙ্গবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছেন। আইনজীবি সমিতির সদস্য বলে কেউ তার বিরুদ্ধে ভয়ে কথা বলে না। মামলা দায়ের করতে গেলেও কোন কৌশলী তার বিরুদ্ধে মামলা নিতে চান না। তার নোটারী পাবলিক বাতিল না করলে তার অপকর্ম চলতেই থাকবে’।
মামলার বাদী ইকবাল মিয়া জানান, একাদিক পুরুষের সাথে শারমিন জাহান রিপন রাত্রিযাপন করেছেন। তিনি এক চরিত্রহীন নারী। অনেক পুরুষের উপর সে ধর্ষণ মামলা করেছে। আমাকেও এভাবেই ফাঁসাতে ভুয়া এফিডেভিট তৈরি করেছে সে। তদন্তের বিষয়ে হবিগঞ্জ জেলা সিআইডির টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোনে পাওয়া যায়নি। অভিযুক্ত কথিত ধর্ষিতা শারমিন জাহান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ইকবাল মেম্বার একটা বাটপার, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। বিভিন্ন কাজে আমাকে সে ব্যবহার করেছে। বর্তমানে আমি তার উপর ধর্ষণ মামলা করেছি, আশা করছি আদালতে আমার ন্যায় বিচার নিশ্চিত হবে।