লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের হিরু ও সামছু নামে ২ জনের ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার। বিজ্ঞ আদালত সুত্রে জানা যায়, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মৃত শামছুল হক এর ছেলে ও এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর ভাগ্না সাইদুল হক গত ২০১৮ সালে এডভোকেট সালেহ উদ্দিন এর গাছ মৃত আব্দুল মন্নান এর ছেলে আবুল খায়ের ওরফে হিরু মিয়া ও মৃত আরজু মিয়ার ছেলে সামছু উদ্দিন জোরপূর্বক কেটি ফেললে সাইদুল হক বাদী হয়ে মামলা দায়ের করে।
এ মামলায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝুমু সরকার স্বাক্ষী প্রমান শেষে গতকাল সোমবার বিজ্ঞ আদালত আসামীদের উপস্থিতিতে আসামীদের কে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
কোর্ট চলাকালীন সময় আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী আপীলের শর্তে আসামীদের জামিনে মুক্তি দেন। খোঁজ নিয়ে জানা যায়, বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এপিপি আব্দুল মালেক এবং বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এডভোকেট ফরহাদ এলাহী সেতু।