লাখাইয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনকে জরিমানা

Link Copied!

 

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে করোনা মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হয়েছে।

শুক্রবার সাড়ে ৩টার দিকে লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুসিকান্ত হাজং এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পারিচালনা কালে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি না মানায় দুটি হােটেলকে যতাক্রমে ১০ হাজার ও ২ হাজার টাকা, ৪টি দোকান মালিককে যথাক্রমে ১ হাজার ৫শত টাকা করে মােট ৬ হাজার টাকা,পরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে একটি সিএনজি কে ৫শত টাকা, একটি যাত্রীবাহী বাসকে ১ হাজার টাকা ও মাস্ক না পড়ার কারণে এক পথ যাত্রীকে ৫,শত টাকা অর্থদন্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন এসআই সজীবের নের্তৃত্বে একদল লাখাই থানার পুলিশ।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানকে যথাযথ স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান এবং যাত্রীবাহী পরিবহনগুলো যত্রতত্র পাকিং থেকে বিরত থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন।

এসময় তিনি জনসাধারণ কে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পড়ার ও সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।