ঢাকাসোমবার , ২৮ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে সিএনজি অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু

লাখাই প্রতিনিধি
মার্চ ২৮, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের নিকট হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি অটোরিকশা চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ।সোমবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যুবরণকারী তানহা নামের ঐ শিশুটি পশ্চিম বুল্লা গ্রামের হাবিকুল মিয়া কন্যা সন্তান।

এছাড়া ওই দুর্ঘটনায় চুনারুঘাটের বাসিন্দা স্বপন মিয়ার স্ত্রী অঞ্জনা, লাখাইয়ের ভাদিকারা গ্রামের মনীন্দ্র চন্দ্র শীলের কন্যা শিল্পী নামের আরও দু’জন আহত হন।

জানা যায়, নিহত শিশুটি বাড়ির পাশের হবিগঞ্জ-লাখাই সড়কে আসার পর সিএনজি-অটোরিকশা দিয়ে তাকে চাপা দেয় ।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন ।

দুর্ঘটনার পর ঘাতক সিএনজি অটোরিকশা চালক হবিগঞ্জ সদর উপজেলারগুরগাঁও গ্রামের বাসিন্দা শিপন পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেম করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটিকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে ।

Developed By The IT-Zone