লাখাইয়ে সর্বজনীন পেনশন স্কিম এর আনুষ্ঠানিক কার্যক্রম এর উদ্ধোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সর্বজনীন পেনশন স্কিম এর শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পজিব কর্মকর্তা মোঃ আব্দুস শাহেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, সোনালী ব্যাংক ম্যানেজার এর প্রতিনিধি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সর্বজনীন পেনশন স্কিম এর আওতাভুক্ত অর্ধশত গ্রাহকবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান এই সর্বজনীন পেনশন স্কিম এর আওতায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।