লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ফরিদ খাঁন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামী পক্ষের বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সূত্রে জানাযায়, উপজেলার গুনিপুর গ্রামে গত ১৫ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোরাব মিয়া গং ও নুরুল আমিন গংদের মাঝে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আমিন খান পক্ষের ফরিদ খান (৫০) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
সেখানেও আহত ব্যক্তি ফরিদ খানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পিজি হাসপাতালে তাকে প্রেরন করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ দিন পর গত ১১ ই অক্টোবর (শুক্রবার) দিবাগত রাতে মৃত্যু বরন করে।
স্থানীয় সূত্রে খবর আসে যে, ফরিদ খান নিহত হওয়ার খবর প্রচার হলে নুরুল আমিন খান গংদের লোকেরা ছোরাব মিয়ার পক্ষের লোক মৃত নুর ইসলামের পুত্র জুয়েল মিয়া (৪০) এর বসত ঘরে সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ভাংচুর ও লুটপাট শুরু করে নুরুল আমিন গংদের লোকেরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় ,জুয়েল মিয়া গংদের বসত ঘরটি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ওপরের টিনগুলো খুলে ফেলা হয়েছে, চারদিক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।চারদিকে শুধু ফাঁকা। শুধুমাত্র ভিটেমাটির দৃশ্য পড়ে চোখে।
বসতঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনার বিষয়ে জানতে জুয়েল মিয়ার স্ত্রী রাহিলা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নুরুল আমিন খান,বশির খান,শামীম খান,শরীফুল খান,খায়রুল খান,জামাল, মামুন খান,তানভীর খান,সালমান খান,আওয়াল খান,লিয়াকত খান সহ আরও ৫০জন দুষ্কৃতিকারীরা আমাদের বসত ঘরে ভাংচুর এবং লুটপাট করে ফ্রিজ,ফার্নিচার ,কেবিনেট, টেলিভিশন, মোবাইল ফোন, স্বর্নলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভাংচুর এবং লুটপাট হওয়া জিনিসপত্রের ক্ষতির পরিমাণ প্রায় ২০/ ২৫ লক্ষ টাকার। তাছাড়া আমাদের পরিবারের সবাই এখন পরিবার ছাড়া এ-ই সুযোগে অপরাধীরা আমাদের ১০/১৫টি পুকুরের সকল মাছ অন্যায়ভাবে জোরপূর্বক মেরে ফেলেছে। আমরা এ-র বিচার চাই এবং আইনের নিকট বিচার প্রার্থী হবে বলে বক্তব্য দেন। অভিযুক্ত নুরুল আমিন খানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ভাংচুর ও লুটপাট করিনি আমাদের উপর আনিত অভিযোগের বিষয়টি মিথ্যা।
বসতঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনা সম্পর্কে জানতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী এ প্রতিবেদকে বলেন, বাদীপক্ষ এবং বিবাদী পক্ষ লোকজন রাতে উপস্থিত ছিল এবং দুষ্কৃতকারীরা বসতঘরের মালামাল লুটপাট এবং ভাংচুর করছে শুনার পর আমরা পুলিশ সদস্যদের পাঠায়। পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। নিহত হওয়ার ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাংচুর এবং লুটপাটের ঘটনার অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।