লাখাই উপজেলার গুনিপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফরিদ খাঁন (৫০) নামে আহত এক ব্যক্তি টানা ২৮ দিন চিকিৎসাধীন পর ঢাকার পিজি হাসপাতালে গত শুক্রবার (১১অক্টোবর) দিবাগত রাতে মৃত্যু বরণ করেন। সে ঐ গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৫ সেপ্টেম্বর গুনিপুর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছোরাব মিয়া গং ও নুরুল আমিন গংদের মাঝে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে নুরুল আমিন খান পক্ষের ফরিদ খান নামে এ ব্যক্তি গুরত্বর আহত হয়, পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পিজি হাসপাতালে তাকে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী এ প্রতিবেদককে জানান, সংঘর্ষে আহত ফরিদ খাঁন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। সংঘর্ষ,
লুটপাট ভাংচুর ঠেকাতে গুনিপুর গ্রামে একদল পুলিশ মোতায়ন করা হয়েছে ।