লাখাই উপজেলার বলাকান্দি গ্রামের সুতাং নদীর তীরবর্তী নতুন রোপণকৃত ধানক্ষেতে প্রায় ৭০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আফরোজা বেগম নামের ওই নারী উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (২৭জানুযারি) বিকেলে এ লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নারী প্রায় তিন বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন জীবন যাপন করছেন। তিনি কয়েক দিন পূর্বে নিজের বাড়ি থেকে বের হয়ে যান। এরপর মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায় বলাকান্দি গ্রামের নিকট ওই স্থানে।
স্থানীয়দের দেয়ার সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ওই নারীর লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত। তার মৃত্যুর কারণ বের করার জন্য পুলিশি অনুসন্ধান চলছে।