ঢাকাTuesday , 16 January 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে মাঠকর্মীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ
January 16, 2024 3:14 pm
Link Copied!

লাখাইয়ে মাঠ কর্মীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সভা কক্ষে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ডাক্তার একেএম মঞ্জুরুল আহাসন, পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান, এম টি ই কর্মকর্তা আতাউর রহমান ।

আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক,মাঠ পর্যায়ে কর্মী ও এনজিও অন্যান্য কর্মীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন উপস্থিত কর্মীদের কে মাঠ পর্যায়ে সঠিক ভাবে দায়িত্ব পালন এর উপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সভায় মাঠ পর্যায়ে সকল কাজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিশেষে শ্রেষ্ট মাঠকর্মী স্বাস্থ্য সহকারী মানব কান্তি পাল কে শ্রেষ্ট মাঠকর্মী হিসেবে নির্বাচিত হয় এবং তার হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।