ঢাকাSaturday , 20 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব : ২জন ডাক্তার দিয়ে চলছে সেবা কার্যক্রম

এম এ ওয়াহেদ
April 20, 2024 7:31 pm
Link Copied!

লাখাই উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ২জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। ফলে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা রোগী ও সাধারণ জনগন। শনিবার (২০ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৫৮ জন রোগী ভর্তি থাকিয়া চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের দাবী সময় মতো কোন ডাক্তার পাচ্ছিনা এ বিষয়ে অভিযোগ করেও কোন ফল পাচ্ছি না মর্মে তাদের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবারে ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেট ব্যাথা সহ ৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। তন্মধ্যে অধিকাংশ রোগীই ডায়রিয়া জনিত রোগে রোগী হাসপাতালে ভর্তি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শামসুল আরেফীন এর সাথে আলাপ কালে তিনি জানান ডাক্তার ও জনবল সংকট নিয়ে দীর্ঘদিন যাবত নানা ভোগান্তির মধ্য দিয়ে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বর্তমানে ডাক্তার অপর্না সুত্রধর ছাড়া আর কোন ডাক্তার নেই বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি চালাচালি করেও কোন চিকিৎসাক পাচ্ছিনা।

এ ছাড়া একজন ডাক্তার আছে একে এম মঞ্জুরুল আহসান তিনি একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়ীত্ব প্রাপ্ত। আপাতত তাকে দিয়ে কোন রকম জোড়াতালি দিয়ে রোগীদের সেবার কাজ চালিয়ে যেতে হচ্ছে। তিনি আরো জানান শুধু ডাক্তার সংকটই নয় আরো অনোক পদ খালি রয়েছে যার ফলে সর্ব অবস্থায় জনবল সংকট এর মধ্য দিয়ে লাখাই উপজেলার সাধারণ জনগন ও সেবা নিতে আসা রোগিদের সেবার কাজ করতে হচ্ছে।