লাখাইয়ে বিশেষ কাবিখা প্রকল্পের ৫৯৪ মেট্টিক টন চাল গিলে খেয়েছেন ৪ ইউপি চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিশেষ কাবিখা প্রকল্পের ৫৯৪ মেট্টিক টন চাল গিলে খেয়েছেন ৪ ইউপি চেয়ারম্যান

তারেক হাবিব
April 22, 2024 11:34 am
Link Copied!

কাজ না করেই বিশেষ কাবিখা প্রকল্পের ৫৯৪ মেট্টিক টন চাল আত্মসাৎতের অভিযোগ উঠেছে লাখাইয়ে চার ইউপি চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্তদের অনেকেই পুরাতন মাটির রাস্তাকে নতুন বরাদ্দের তৈরি রাস্তা দেখিয়ে জমা দিয়েছেন প্রকল্প। কাবিখা’র (কাজের বিনিময়ে খাদ্য) বরাদ্দকৃত চাল বিক্রি করে ভাগবাটোয়ারা করে গিলে খেয়েছেন। এ ব্যাপারে তথ্য চাইতে গেলে নারাজ উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা।

দৈনিক আমার হবিগঞ্জের সরেজমিন অনুসন্ধানে জানা যায়, লাখাইয়ে ২০২২-২৩ অর্থবছরে সরকাররের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে ৫৯৪ মেট্টিক টন আতপ চালের প্রকল্পটি ৮টি সড়ক ও একটি মাঠের মাটি ভরাটের জন্য দেয়া হয়েছিল।

বরাদ্দকৃত চাল লাখাই উপজেলার ১নং মোড়াকড়ি এবং ২নং লাখাই সদর ইউনিয়ন বাদ দিয়ে বাকী ৪ ইউনিয়ন যথাক্রমে ৩নং মুড়িয়াউক, ৪নং বামৈ, ৫নং করাব, ৬নং বুল্লা এবং লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলমসহ ৫জনের মাঝে বিভিন্ন পরিমানে বন্টন করা হয়। অভিযোগ আছে, কোন কাজ না করেই পুরো রবাদ্দ আত্মসাৎ করেছেন ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা। এ ব্যাপারে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে কেউ ই দেখাতে পারেননি কাজের বিনিময়ে খাদ্য প্রদানের কোন তথ্য কিংবা প্রকল্প এলাকা।

সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদের যোগসাজসে ৫৯৪ মেট্টিক টন চালের পুরোটাই আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যানরা। যার বাজার মুল্য ২ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা।

৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ জানান, বিশেষ কাবিখা প্রকল্পে তার বরাদ্দকৃত পুরোটা দিয়েই দিয়েই তিনি কাজ করেছেন। এক প্রকল্প বলাকান্দি মাঠ থেকে শুরু হয়ে শালদিঘা হাওরে শেষ হয়েছে। অন্য প্রকল্প ভরপূর্ণি বুল্লা নদীর ঘাট পাকা রাস্তা থেকে গোখাউরার দিকে শেষ হয়েছে। তবে কাজ বা প্রাপ্ত বরাদ্দের ১৪০ মেট্টিক টনের কোন তথ্য তার কাছে নেই।

৫নং করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ জানান, তার প্রাপ্ত বরাদ্দ ১৩৫ মেট্টিক টন দিয়ে তিনি ৬নং ওয়ার্ডের শিমুল বাড়ির পুল থেকে আগাপুর প্রাইমারী স্কুল পর্যন্ত কাজ করেছেন। তবে কাজের বিনিময়ে খাদ্য প্রদান কিংবা কাজের কোন ছবি-ভিডিও তার কাছে নেই।

৩নং মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান নোমান মিয়া জানান, কাজের যাবতীয় প্রমাণাদি তার কাছে আছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে ওই চেয়ারম্যানকে সংশ্লিষ্ট ইউপি অফিসে পাওয়া যায়নি। এ সময় সচিব আইনুল হক জানান, তার দপ্তরে কাজের কোন প্রমাণ সংরক্ষিত নেই।

লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম জানান, ভিন্ন একটি বরাদ্দ থেকে তিনি ৫০ মেট্টিক টন চাল পেয়েছেন। তবে কাজটা তিনি নিজে করেননি অন্য লোকের মাধ্যমে করিয়েছেন।

এদিকে, কাজ না করেই একই প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগে ৪নং বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ আহমেদ ফুরুকের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলা করার পর তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। পুরো বিষয়টার তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিককে দুই ঘন্টা বসিয়ে রেখে ফাইল পাওয়া যাচ্ছে না বলে জানান লাখাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।