লাখাই উপজেলার গোয়াকারা গ্রামে আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যুর হয়েছে। বুধবার (২অক্টোব০র সন্ধ্যায় এই দুর্ঘটনাঘটেছে। নিহতরা হলেন ঐ গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া(৩৫), হাজী রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০)। তারা দুইজন সম্পর্কে মামা ভাগিনা হউন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এইদিন সন্ধার পর প্রচন্ড ঝড় হয়ে ছিল, একপর্যায়ে তারা দুইজন গোয়াকারা ব্রিজ সংলগ্ন সড়ক এলাকা থেকে গোয়াকারা মধ্যহাটি(বাড়ি) ফেরার পথে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে তাদের উপর পরে বিদ্যুৎস্পূষ্ট হয়,পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জালাল উদ্দিন তালুকদার নামে একজন বলেন, কর্তৃপক্ষের লোকজন ভালো করে তার গুলি জোড়া না লাগানোর কারনে এই দুর্ঘটনাঘটেছে, তাদের উপর মামলা দায়ের করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে কথা হলে বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ জানান, বিদ্যুতের তার ছিঁড়ে তারা ২জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়েছি। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ার বিষয়টি অস্বীকার করে লাখাই জোনাল অফিসের এজিএম পলক সাহা বলেন, ঝড়ে নয়, এক্সিডেন্টে করে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু হয়েছে।