ঢাকাMonday , 15 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

এম এ ওয়াহেদ
April 15, 2024 10:48 am
Link Copied!

লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষের ১৪৩১ পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এবারের প্রতিবাদ্য বিষয় “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ,  সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”।

রবিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের সামনে থেকে  সকাল ১০টা ১৫ মিনিটে মঙল শোভাযাত্রা শুরু হয়ে কালাউক বাজার প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনে অভ্যন্তরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়। ১০ টা ৩০ মিনিটে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় (বাংলা নববর্ষ ও অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু) অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে  উপজেলা  পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে  আলোচনা  অংশগ্রহন  লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের, লাখাই পবিস ডিজিএম আসাদুজ্জামান সুয়াজ,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। এ দিন সুবিধা মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এতিমখানায় উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। পরিশেষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রী মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।