লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 January 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

এম এ ওয়াহেদ
January 22, 2024 7:50 pm
Link Copied!

লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান জনি, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লব সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, সমবায় কর্মকর্তা রুপালী রাণী পাল,লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সমন্বয় সভায় উপজেলার হাওর এলাকার নিম্নাঞ্চল ফসলী জমিতে আগাম বন্যায় ফসল যাতে তলিয়ে না যায় সে সব সমস্যার সমাধান কল্পে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়।