লাখাইয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহতের ঘটনা ঘটেছে। আহতরা হলেন জসিম মিয়া, আবুল মিয়া, রায়হান মিয়া, জুয়েল মিয়া, আজমান মিয়া, আব্দুল্লাহ। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টার সময় লাখাই আঞ্চলিক মহাসড়কে টাওয়ারের নিকট ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানানয়, ২টি মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। একটি মোটরসাইকেল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার পথে আরেকটি মোটরসাইকেল বামৈ পূর্ব গ্রাম থেকে আঞ্চলিক মহাসড়কে উঠার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারুগাছ গ্রামের লোদা মিয়ার ছেলে জসিম মিয়া, কাঠিহারা গ্রামের অহিদ মিয়ার ছেলে আবুল মিয়া, হুমায়ুন এর ছেলে রায়হান মিয়া, রুহিতনশী গ্রামের মৃত রজব আলীর ছেলে জুয়েল মিয়া, আজমান মিয়া ও কাঠিহারা গ্রামের আমীর উদ্দিন এর ছেলে আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়েছে।
ঘটনার পর আহতের স্বজন ও পথচারীরা আহতদের বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। এ দুর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।