লাখাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‍্যালী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 10 March 2024

লাখাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‍্যালী

এম এ ওয়াহেদ
March 10, 2024 5:08 pm
Link Copied!

লাখাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও পরবর্তী আলোচনা সভা উপজেলা প্রশাসনের সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান রাকিব এর সঞ্চালনায় আলোচনায় অংশ করে বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম,লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়্ তৌহিদ মোল্লা ও শিক্ষার্থী স্বরন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আমীর হামজা। সভায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিবাদ্য বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে সভায় দুর্যোগ মোকাবেলায় কি কি করনীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়