লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ খ্রীঃ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) দুপুরে লাখাই উপজেলা সভাকক্ষে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, মোড়াকরি ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউপির চেয়ারম্যান নোমান মিয়া, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম আব্দুস শাহেদ, সাংবাদিক এমএ ওয়াহেদ,সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, করাব ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সোহান ও মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হক প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ শেফু মিয়া ও গীতা পাঠ করেন রুপালী পাল। আলোচনা সভা শেষে একটি রেলী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।