লাখাইয়ে জনপ্রতিনিধি ও কর্মকর্তাগনের সাথে সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ বিধিমালার উপর মতবিনিময় করেন উপপরিচালক স্থানীয় সরকার হবিগঞ্জ শুভাংশু সোম মহান। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপর ১২টায় উপজেলা সভাকক্ষে জনসাধারণ ও কর্মকর্তাদের সাথে সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ বিধিমালা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুূুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.শামসুল আরেফীন, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রোপন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ বিধিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে হবিগঞ্জ ডিডিএলজি শুভাংশু সোম মহান বুল্লা ইউনিয়ন পরিষদ ও লাখাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। উপজেলায় আসার সাথে সাথে ডিডিএলজি এর উপপরিচালক শুভাংশু সোম মহান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।