ঢাকাWednesday , 10 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে গরুসহ তিন চোরকে আটক করে পুলিশে সোপর্দ

এম এ ওয়াহেদ
April 10, 2024 7:53 pm
Link Copied!

লাখাইয়ে পৃথক দুইটি ঘটনায় গণপিটুনি দিয়ে গরুসহ তিন চোরকে পুলিশে সোপর্দ করেছে বাদী ও এলাকাবাসী। লাখাই থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) গোয়াকারা গ্রামের ও ভাদিকারা গ্রামের বাদীগন তাদের দুইটি গরু হাওড়ে ঘাস খাইতে দিলে পরবর্তীতে গরু না পেয়ে গোয়াকারা গ্রামের বাদী জানতে পারে করাব ইউনিয়নের হরিণাকোণা গ্রামের লোকজন একটি গরুসহ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে এনামুল হক (৩২)কে গণপিটুনি দিয়ে গরু সহ আটক করেছে।

বাদী তার গরু সনাক্ত করে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর নিকট সোপর্দ করে। এবং অপর আরেকটি ঘটনায় ভাদিকারা গ্রামে আসমত নগর বন্দে বাদীর একটি গরু ঘাস খাওয়ার জন্য বন্দে গরুটি ডিগরা দিয়ে বাড়ী চলে আসে এবং দুপুর বন্দে গিয়ে দেখে তার গরুটি নেই।

সাথে সাথ গরুটির খোঁজে সাতাউক গ্রামের বন্দ থেকে লক্ষীপুর টু ধরমন্ডল যাওয়ার রাস্তায় দেখতে পায় ৪/ ৫ জন লোক তার গরুটি নিয়ে যাইতে দেখে সুরচিৎকার শুরু করে আশ পাশের লোকজনের সহায়তায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রেনু মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০) ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মোছন মিয়ার ছেলে এনাম মিয়া ওরফে এনামুল হক কে গরু সহ আটক করে লাখাই থানায় সোপর্দ করি।

এ ঘটনায় থানায় গরু চুরির মামলা দায়ের করা হয়েছে। উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস ও পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তারা এ প্রতিনিধিকে জানান এ দুইটি চুরির ঘটনায় পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে আলাপ করলে আসামী আটক ও মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বুধবার (১০ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।