লাখাইয়ে খাল দখল করে গড়ে উঠেছে জনবসতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 10 September 2024

লাখাইয়ে খাল দখল করে গড়ে উঠেছে জনবসতি

এম এ রাজা
September 10, 2024 10:21 am
Link Copied!

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের খাল ভরাট হওয়ার কারণে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। অন্যদিকে কৃষি মৌসুমে কৃষকরা পাচ্ছেন না পর্যাপ্ত পানির যোগান। খোঁজ নিয়ে জানা যায়, লাখাই আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাল বেকীটেকা থেকে বামৈ তিনপুল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জুড়ে সরকারী খাল দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ করা হয়েছে।

কতিপয় ব্যক্তিরা খালের একাধিক স্থান দখল করে বসতবাড়ি ও দুখান ঘর নির্মাণ করার ফলে একদিকে যেমন জলাবদ্ধতা চরম আকার ধারণ করছে অন্যদিকে কৃষি মৌসুমে কৃষকরা পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ পানি। ফলে পানির অভাবে নষ্ট হচ্ছে ফসলি জমি।

উল্লেখ্য, বিগত ২০০৬- ২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করা হয়ে ছিল। পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পূনরায় আবারও সরকারী খাল কতিপয় ব্যাক্তিদের দখলে চলে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, অবৈধ দখলদারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়