লাখাই উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান । সোমবার (৫ ফেব্রুয়ারী) বামৈ এ দিনব্যাপী কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন প্রদান এবং কামালপুর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক গ্রুপের সভাপতি মোঃ সাজিদ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ সোহেল মিয়া সহ উপস্থিত কৃষকদের হাতে সেচ পাম্প তুলে দেন।
এ সময় কৃষকরা ব্যাপকভাবে তারা ভুট্টা চাষ করেছেন তাই ভুট্টা মাড়াই ও হারভেস্টার যন্ত্রের চাহিদা দাবী করেন। পরে বামৈ গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপ পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন মোঃ জাকারিয়া চৌধুরী, বক্তব্য রাখেন কৃষক মোঃ আহাদ মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান মিজান,অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) মোঃ বনি আমিন খান, এসএমই প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফরহাদ মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলো প্রকল্পের গ্রুপ কৃষক, এসএপিপিও জ্যোতিলাল গোপ, এসএএও প্রশান্ত কুমার পাল ও টিপু ফরাজী। বুল্লা গ্রামের মোর্শেদ আলীর এসএমই প্রদর্শনী পরিদর্শন করেন এসএএও মোঃ মামুনুর রশীদ খান ও মোঃ সাইফুল ইসলাম। লাখাই উপজেলার কৃষির পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন অতিথি বৃন্দ ।উল্লেখ্য অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান ২০০৫ সাল পর্যন্ত কয়েক বছর উপজেলা কৃষি অফিসারের দায়িত্বে ছিলেন।