লাখাইয়ে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 September 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮সেপ্টেম্বর) লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কৃষাণীদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান। কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান শেষে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহ সম্মানী ভাতা কৃষক কৃষাণীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।