লাখাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আব্দুল মতিন মাস্টার, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পজিব কর্মকর্তা আব্দুস শাহেদ, ইউআরসি কর্মকর্তা আমীর হোসেন পাটোয়ারী, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সমবায় কর্মকর্তা রুপালি রানীপাল সহ আরো অনেক। এ সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা ” শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন বক্তারা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গীতপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। পরিশেষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে অতিথি বৃন্দ।