লাখাইয়ে অবৈধভাবে বালু উওোলন : ৫০ হাজার টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 March 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অবৈধভাবে বালু উওোলন : ৫০ হাজার টাকা জরিমানা

এম এ ওয়াহেদ
March 14, 2024 7:22 pm
Link Copied!

লাখাইয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উওোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সাবেক মেম্বার বাহাদুর উদ্দীন ওরপে বাহার কে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উওোলন করায় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাহাদুর উদ্দীন কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অপর দিকে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা চলাকালীন সময়ে সুনেশ্বর গ্রামের জামাল মিয়ার ছেলে গোলাম কিবরিয়া বিনানুমতিতে প্রবেশ করার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ হাজার জরিমানার আদেশ দেন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক জিকরুল ইসলাম ও একদল পুলিশ।