লাইন কেটে অরক্ষিত রেখে যায় বিদ্যুৎ কর্তৃপক্ষ; ঘরের চালে আগুন লেগে আহত-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাইন কেটে অরক্ষিত রেখে যায় বিদ্যুৎ কর্তৃপক্ষ; ঘরের চালে আগুন লেগে আহত-১

Link Copied!

মামুনূর রশীদ, আজমিরীগঞ্জ : মাত্র এক মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায়, ২০১৯ সালের জুলাইয়ে সুলতান মিয়ার ঘরের বিদ্যুতের লাইন কেটে যায় আজমিরীগঞ্জ বিদ্যুৎ কর্তৃপক্ষ।

 

ছবি: ফেলে রাখা বৈদ্যুতিক তার

 

লাইন কেটে রেখে যায় প্রতিবেশী সালাম মিয়ার ঘরের টিনের চালে। কিন্তু লাইনে বিদ্যুৎ প্রবাহমান থাকায় ঘরের পুরো ছালজুরে বিদ্যুৎ সুপ্তাবস্থায় ছড়িয়ে পড়ে।

আজ ছালাম মিয়ার নারকেল গাছের আগাছা মুক্ত করার জন্য সবুজ নামের একজন গাছে উঠা কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। এবং ঘরের চালে আচমকা আগুন ধরে যায়।

তরিঘরি করে বড় কোন দূর্ঘটনার আগেই প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে ছালাম মিয়ার বাড়িতে।

ঘটনাস্থলে যাওয়ার পর ছালাম মিয়া জানান, “কিছুদিন আগেও একবার ঘরের চালে হাত দেওয়ায় আমি বিদ্যুতে লেগে যাই।আমাকে ছাড়াতে যেয়ে আমার ছেলেও বিদ্যুতে লেগে যায়। পরে আশেপাশের লোকজনের চেষ্টায় অল্পের জন্য রক্ষা পাই”।

এদিকে সুলতান মিয়ার স্ত্রী জাহানারা বেগম জানান, “মানুষের চক্রান্তের জন্য মাত্র এক মাসের বকেয়া বিল পরিশোধ না করায় আমার ঘরের বিদ্যুতের লাইন কেটে যায়। অনেক আগে বিল পরিশোধ করার পরও আমার ঘরের লাইন সংযোগ দিচ্ছেনা”।

ঘটনার দায় এড়িয়ে আজমিরীগঞ্জ বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ সায়েফুজ্জামান “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, এইভাবে বিদ্যুৎ বিদ্যুতের লাইন কেটে অরক্ষিত রাখার কথা না।আমরা দ্রুত লোক পাটিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আর এর পিছনে কার কি ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”।