লকডাউন মুক্ত হলো মাধবপুর বাজার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লকডাউন মুক্ত হলো মাধবপুর বাজার

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : উঠে গেল মাধবপুর বাজারের লকডাউন মাধবপুর পৌরসভার বাজার সহ ৬ ওয়ার্ডে চলা ২১ দিনের লকডাউনের মেয়াদ গতকাল (বুধবার) রাতেই শেষ হয়েছে। ফলে খুলে দেয়া হয়েছে মাধবপুর সদরে বাজার। তবে নতুন করে করোনা সংক্রমণ রোধে আরো ১০ থেকে ১৫ দিন এ এলাকায় কড়াকড়ি থাকবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার বলেন, মাধবপুর বাজারে লকডাউন রাত ১২টার পরেই উঠে গেছে। তবে আমরা সাবধানতার জন্য আরো ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করব। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, পৌর শহর বাজারে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে। মাক্স ছাড়া বাসা থেকে বের হতে পারবে না, প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো বাড়িতে করোনা রোগী থাকলে সেই বাড়িটি আরো কিছুদিন লকডাউন থাকবে।

উল্লেখ্য, গত ১৮ জুন মধ্যরাতে মাধবপুরবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়। পরে ২ জুলাই থেকে আরো সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।