মনসুর আহমেদ || হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে হবিগঞ্জের ব্যবসায়ীদের করোনাকালিন সময়ে দোকানপাট খোলার বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। (৬ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২ টার সময় চেম্বারে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানশামীম এর সভাপতিত্বে চেম্বারের পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া হবিগঞ্জ জেলা অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি শংকর পাল, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সদস্য সচিব মিহির লাল দাস সবুজ ও যুগ্ম সদস্য সচিব আহমেদ জামান খান শুভ, হবিগঞ্জ ইলেকট্রিক মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম, স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি সমীর বণিক, হবিগঞ্জ জেলা পাদুকালয় ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ কবির আজাদ প্রমুখ।

ছবি : হবিগঞ্জে ব্যবসায়ীদের পরামর্শ সভা অনুষ্ঠিত
ব্যবসায়ীরা বলেন, “উন্নত দেশে লকডাউনের সময় মালিক শ্রমিকদের আর্থিক বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের দেশে লকডাউন দিয়েই সরকারের দায়িত্ব শেষ, আমাদের ঘরে খাবার আছে কি নেই, সেই খবর নেই। আমরা লক্ষ্য লক্ষ্য টাকা ব্যাংক ঋণ নিয়ে বিপদে আছি। তাদেরকে খেয়ে না খেয়ে সুদে আসলে দিতে হচ্ছে। না হলে ব্যাংকের কর্মকর্তারা হুমকি দিচ্ছেন। একই সাথে শ্রমিকদের বেতনের ব্যবস্থাও আমাদেরকেই করতে হচ্ছে। তাই বলবো আগমী বৃহস্পতিবার পর্যন্ত আমরা প্রশাসনকে সময় বেধে দিলাম। না হলে আমরা তীব্র আন্দোলন ঘোষণা করবো এবং দোকানপাট খোলা রাখতে বাধ্য হব।”