হবিগঞ্জ সদর : রোটারী ক্লাব অব হবিগঞ্জ কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে গতকাল রোজ শনিবার সকাল ১১টায় স্থানীয় টাউন হল রোড থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি শুভজিৎ দেব পিএইচএফ এর সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে রোটারিয়ান পিপি মিজানুর রহমান শামীম পিএইচএফ, আইপিপি মোঃ মোদারিছ আলী টেনু পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব নিয়াজুল বর চৌধুরী, শেখ জামাল মিয়া, সৈয়দ মুহিদুল হাসান সুজন, পার্টনার ইন সার্ভিস রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের সদস্য, স্পন্সরিং ক্লাব ইন্টার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের সদস্য এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এছাড়াও ক্লাবের সম্মানীত সদস্য রোটারিয়ান সিপি শহীদ উদ্দীন চৌধুরী পিএইচএফ, পিপি পূন্যব্রত চৌধুরী পিএইচএফ ,পিপি শফিকুল বারি আওয়াল আরএফএসএম, পিপি রেজাউল মোহিত খান,পিপি ফরিদ উদ্দীন আহমেদ পিএইচএফ,পিপি শফিকুল ইসলাম পিএইচএফ, পিপি ফজলুর রহমান লেবু আরএফএসএম,পিপি জগদীশ চন্দ্র মোদক পিএইচঅএফ, পিপি সুখলাল সূত্রধর পিএইচএফ, পিপি বাদল কুমার রায়, পিপি স্বদীপ কুমার রায় পিএইচএফ, মোহাম্মদ শাহীন পিএইচএফ, প্রশান্ত কুমার দাশ, প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শেষে স্থানীয় আহসানিয়া মিশন ও এতিম খানায় খোয়াই জোন কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্স এবং এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।