এমপি কেয়া চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে বিশেষ সম্মাননা দিয়েছে রোটারী ক্লাব অব উত্তরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ ( নবীগঞ্জ- বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে বিশেষ সম্মাননা দিয়েছে রোটারী ক্লাব অব উত্তরা। এছাড়া সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকেও সম্মাননা দিয়েছে ওই ক্লাবটি।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজি আশরাফুল জাম্মান নান্নু, প্রেসিডেন্ট খন্দকার আবিদ হাসান, সেক্রেটারি সারাহ আক্তারসহ রোটারী ক্লাব অব উত্তরার রোটারিয়ান বৃন্দ। ঐতিহ্যবাহী ওই ক্লাবের সম্মানিত সদস্য রোটারিয়ান সাখাওয়াত হোসেন খান এমপি কেয়া চৌধুরী স্বামী। মূলত রোটারিয়ান সাখাওয়াত হোসেনের খানের স্ত্রী এমপি হওয়ায় ক্লাবটি এই সংবর্ধনা আয়োজন করে। এছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীও ওই ক্লাবের সম্মানিত সদস্য।