রোগীর বাড়ীতে অনুদানের চেক নিয়ে গেলেন সমাজ সেবা কর্মকর্তা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 31 August 2021

রোগীর বাড়ীতে অনুদানের চেক নিয়ে গেলেন সমাজ সেবা কর্মকর্তা

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ
মাধবপুরে থ্যালাসেমিয়া রোগীর বাড়ীতে নিজে গিয়ে অনুদানের চেক হস্তান্তর করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

ছবি : অনুদানের চেক তুলে দেয়া হচ্ছে

জানা গেছে , মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর এলাকা সুমাইয়া আক্তার (১৯) দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিল। শারীরিক চিকিৎসা ও পরীক্ষা শেষে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে ডাক্তার সনাক্ত করেন।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরকারি অনুদানের জন্য আবেদন করলে তার নামে সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকার চেক বরাদ্দ হয়।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী সুমাইয়া আক্তারের বাড়ীতে গিয়ে সরকারের বরাদ্দকৃত চেকটি তার হাতে হস্তান্তর করেন।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়