রেলওয়ের জমি দখল করে বাসস্ট্যান্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 22 December 2020
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের জমি দখল করে বাসস্ট্যান্ড

অনলাইন এডিটর
December 22, 2020 2:56 pm
Link Copied!

ছবি: রেলওয়ের জমি দখল করে বাসস্ট্যান্ড

 

মাহফুজুর রহমান সোহাগ : ধুলিয়াখাল-কামড়াপুর বাইপাস সড়কের কোর্ট ষ্টেশন এলাকার মোতালিব চত্ত¡রে অসহনীয় যানজটের দৃশ্যটি এখন পুরো জেলাবাসীর কাছে সুপরিচিত। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াতে অনীহা প্রকাশ করলেও কোন উপায়ন্তর না থাকায় বাধ্য হয়েই যাতায়াত করছেন।

এ অবস্থায় প্রতিবাদের আওয়াজ তুলতে দেখা গেছে অনেককেই। ভুক্তভোগী যাত্রীরা জানান, জরুরী কোন কাজ ছাড়া এ সড়ক দিয়ে তারা যাতায়াত করেন না। হবিগঞ্জ-লাখাই সড়কে চলাচলকারী যাত্রীবাহী দিগন্ত মিনি বাস, সিএনজি, টমটম, ব্যাটারী চালিত অটোরিকশা পার্কিং করে রাখার ফলেই এই যানজটের সৃষ্টি হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, মোতালিব চত্ত¡রের চারপাশে শতাধিক যানবাহন পার্কিং অবস্থায় রয়েছে।

এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে লাগামহীন এই যানজট নিরসন করতে হিমশিম খেতে হয়েছে। উল্লেখ্য, দিগন্ত পরিবহনের নিজস্ব কোন টার্মিনাল না থাকায় রেলওয়ের পরিত্যক্ত ভ‚মি দখল করে বাস রেখে বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।

এ ব্যাপারে কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাছান জানান, দিগন্ত মিনি বাসের নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেই। যার ফলে এই যানজটের সৃষ্টি হয়। জনসাধারণের দ‚র্ভোগ লাগব করতে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।