স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যকর জেরিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী নুর আলম (২২) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
নুর আলম হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল হাইয়ের পুত্র। গতকাল মঙ্গলবার নুর আলমকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার চৌকস টিম তাকে গ্রেফতার করে।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। হত্যাকাণ্ডের পর থেকে সিএনজি চালক নুর আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
উলেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন দিতে হয় মেধাবী ছাত্রী মদিনাতুল কোবরা জেরিনকে। জেরিন হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। পিএসসি ও জেএসসিতে এ প্লাস পেয়ে উত্তীর্ণও হয়েছিল জেরিন।
জানা গেছে, প্রায়ই জেরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত জাকির নামে এক বখাটে। ঘটনার ১ মাস পূর্বে বিষয়টি জাকিরের পরিবারকে জানালে তার বাবা-মা জাকিরকে শাসিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে জাকির। গত ১৮ জানুয়ারি সকাল ৮’টায় নূর আলমের অটোরিকশার উঠে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। আগে থেকেই গাড়িতে ছিল হৃদয়। পথিমধ্যে অটোরিকশায় তুলে নেয়া হয় জাকিরকে। সিএনজি অটোরিকশাটি জেরিনের স্কুল পেরিয়ে গেলেও তাকে নামিয়ে দেয়া হচ্ছিল না। এ সময় নামার চেষ্টা করলে জেরিনের সাথে ধস্তা-ধস্তি শুরু হয় অপহরণকারীদের। এক পর্যায়ে সে অটোরিকশা থেকে লাফ দিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি সকালে মারা যায় মেয়েটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রচার হলে অটোরিকশা চালকের শাস্তি দাবীতে আন্দোলনে নামে এলাকাবাসী ও জেরিনের সহপাঠীরা। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন মেয়েটির বাবা।
এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে ঘাতক জাকির হোসেনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। পরে সে আদালতে স্বীকারোক্তিমুলখ জবানবন্দী প্রদান করে। এ ঘটনায় সিএনজি চালক নুর আলমকেও আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।