রিক্সা চালক পরিবারের পাশে,"জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই" গ্রুপ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

রিক্সা চালক পরিবারের পাশে,”জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই” গ্রুপ।

Link Copied!



ষ্টাফ রিপোর্টার – শিল্পী আশিকের ফেইসবুক পোস্ট থেকে গরীব অসহায় রিক্সা চালক শাহজাহান মিয়ার পরিবারের পাশে দাড়িয়েছে হবিগঞ্জের দাবী আদায় এবং জনকল্যাণমুখী গ্রুপ নামে পরিচিত “জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই” ফেইসবুক গ্রুপ, তারা এই পরিবারকে প্রায় ১ মাসের খাবার তুলে দিয়েছেন।

 

এসময় উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, গ্রুপের এডমিন সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, মোডারেটর জোবায়ের আহমেদ, নিহাদ ইস্তিয়াক, সৈয়দ সালমান হোসেন, আরেফিন শাকিল। এসময় শিল্পী আশিক বলেন, আমি এই গ্রুপের কার্যক্রম প্রায় সময়ই দেখি তারা দাবী আদায় নিয়ে লেখালেখি করে এবং হবিগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে। যা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের নজরে আসে এবং অনেক দাবী কার্যকরও হতে দেখেছি।

 

এডমিন সাংবাদিক জুয়েল বলেন, আমাদের মুল উদ্দেশ্য হলো হবিগঞ্জবাসীকে এক প্লাটফর্মে এনে সব ধরনের সমস্যা সমাধানে কথা বলা এবং জনকল্যানমুলুক কাজ করা। আজ আমরা এডমিন এবং মোডারেটর প্যানেলের সবাই মিলে চাঁদা তুলে এই গরীব পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এভাবে কারো পাশে দাড়াবো ইনশাআল্লাহ ।