রাস্তায় ঝুলে ভয়ংকর বিদ্যুতের খুঁটি, খবর নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় ঝুলে ভয়ংকর বিদ্যুতের খুঁটি, খবর নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের

অনলাইন এডিটর
August 13, 2020 3:19 pm
Link Copied!

ছবি: রাস্তার পাশে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি।

 

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ সদর উপজেলা ভাঙ্গাপুলে হবিগঞ্জ যাতায়াতের মেইন সড়কে ব্রিজ এর সাথে ঝুলে আছে একটি বিদ্যুতের খুঁটি, যে কোন সময় ঘটে যেত পারে বড় ধরনের দূর্ঘটনা, কে দায়িত্ব নিবে তখন।

ব্যাস্ত একটি রাস্তা ভাঙ্গাপুল, কিন্ত রাস্তার পাশে এতো বড় একটি বিপদ ঝুলে আছে খবর নেই হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঘুমিয়ে আছে কর্তৃপক্ষ, যে কোন সময় বড় কোন গাড়ীর সাথে ধাক্কা লেগে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

বেশ কয়েক দিন আগে ও শায়েস্তাগঞ্জে একটি খুঁটির গোড়ায় ভেঙ্গে আাছে খবর ছিল না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের টনক নড়াচড়া পরলে ১২ ঘন্টার মধ্যে মেরামত করে দেওয়া হয় সেই খুঁটি, আমাদের চারপাশে এইভাবে দ্বারিয়ে আছে অনেক বিপদ।

স্থানীয় রা রয়েছে চরম ভোগান্তিতে সবার মনে একটাই ভয় যে কোন সময় ঘটে যেত পারে দূর্ঘটনা, তবে স্থানীয়রা বিষয় টি বারবার অবগত করলে কোন আশ্বাস দেয়নি বিদ্যুৎ কর্তৃপক্ষ

এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, আমি জায়গা পরিদর্শনে গিয়ে ছিলাম ব্রিজ এর রেলিং ভেঙে যাওয়ায় এই খুঁটি হেলে গেছে তবে আমরা দ্রুত সময়ে মধ্যে বিষয় টি সমাধান করার চেষ্টা করছি।