বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপশা ইউনিয়নের শিক্ষকদের সংগঠন সম্মিলিত শিক্ষক পরিষদের নৌকা ভ্রমণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯ টার দিকে শিবপাশা ইউনিয়ন পরিষদের সামন থেকে নৌকা ছেড়ে যায়। দুপুর ১ টার দিকে পৌঁছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে। রাষ্ট্রপতির বাড়িসহ বিস্তীর্ণ হাওর এলাকা ঘুরে দুপুর আড়াইটার দিকে তারা রওয়ানা হন বাড়ির দিকে।
হাওরের বিস্তীর্ণ জলরাশি আর ঢেউয়ের কলকল শব্দ, হাসি, নাচ, গান আড্ডা সব যেন মিলেমিশে একাকার। নৌকা ভ্রমণে বাড়তি আনন্দ হিসেবে তারা ঘুরে আসেন হাওরের মধ্য দিয়ে বয়ে যাওয়া দৃষ্টিনন্দন নিকলী-ইঠনা-মিঠামইন রাস্তা। আসার সময় রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেন শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি আমিরুল সইলাম সর্দার, সাধারণ সম্পাদক এ এফ এম জাবেদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মাহবুব আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম আহমেদ, সদস্য আলমগীর হোসেন চৌধুরী এবং অছিউর
রহমান প্রমুখ।
সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এএফএম জাবেদুর রহমান বলেন, ‘নৌকা ভ্রমণ আমাদের দেশের ঐতিহ্য। নৌকা ভ্রমণে আমাদের মনে প্রশান্তি আসে। অন্যান্য ভ্রমণের তুলনায় নৌকা ভ্রমণ অনেক বেশি
আনন্দদায়ক। মাথার উপরে সুবিশাল শরতের আকাশ, চারিদিকে অথৈ জল, ফুরফুরে বাতাস এ যেন এক অন্য জগতে পদার্পণ ছিল আমাদের।’
সংগঠনটির সভপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, বিনোদন এবং জ্ঞান অর্জনের জন্য নৌকা ভ্রমণের বিকল্প নেই। জ্ঞান অর্জনের পাশাপাশি নৌকা ভ্রমণের মাধ্যমে আমরা আমাদের ভাটি বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারি। দিনব্যাপি নৌকা ভ্রমণে আমাদের আয়োজনে ছিল নিজেরা রান্না করে দুপুরের খাবার খাওয়া। এছাড়াও নাচ, গান, কৌতুক, আড্ডা আর সুবিশাল হাওরের বিস্তীর্ণ জলরাশিতে গোসল করা। বিকেলে বাড়ির দিকে রওয়ানা দিয়ে রাত ৮ টার দিকে পৌঁছেন শিক্ষক নেতৃবৃন্দ।