রাসেলের সম্পত্তি : মাইকিং ও ঢোল পিটিয়ে নিলাম বিজ্ঞপ্তি ঘোষণা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

রাসেলের সম্পত্তি : মাইকিং ও ঢোল পিটিয়ে নিলাম বিজ্ঞপ্তি ঘোষণা

Link Copied!

ঋণ খেলাপির দায়ে নিলামে তুলেছে ব্যবসায়ী এন.এম ফজলে রাব্বি রাসেলের একাধিক সম্পত্তি। মেসার্স মৌ অটো রাইস মিলের নামে উত্তরা ব্যাংক হবিগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুরে উমেদ নগর জননী ও মৌ অটো রাইস মিলে সামনে মাইকিং ও ঢোল পিটিয়ে অ্যালান করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মেসার্স জননী ও মৌ অটো রাইস মিলের স্বত্তাধিকারী এন.এম ফজলে রাব্বি রাসেল একাধিক মামলা পরোয়ানাভুক্ত আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে আছেন। এর আগে গত ৬ মে দুপুরে এন.এম ফজলে রাসেলের মেসার্স মৌ অটো রাইস মিলের তিনটি প্রতিষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ নিলামের নোটিশ লাগিয়ে দিয়েছিল।

উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নোটিশ, মাইকিং ও ঢোল পিটানোর আগে ঋণের পাওনা আদায়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত তাগাদা ও উকিল নোটিশসহ যা যা করার সবই করা হয়েছে। এরপরেও মেসার্স মৌ অটো রাইস মিলের স্বত্তাধিকারী এন.এম ফজলে রাব্বি রাসেল ব্যাংক ঋণ পরিশোধ না করায় শেষ পর্যন্ত বন্ধকি সম্পত্তি নিলাম করে ব্যাংক ঋণের টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষের দাবি নিলাম নিলামের পর যাতে কোন ধরনের আইনে জটিলতা না আসে, এই জন্য সঠিক পদ্ধতিতে সময় নিয়ে সবকিছু করা হচ্ছে।

তথ্যমতে, গত ৩০ নভেম্বর পর্যন্ত মেসার্স মৌ অটো রাইস মিলের সত্তাধিকারী এন.এম ফজলে রাব্বি রাসেলের কাছে ঋণ খেলাপি পাওনার পরিমাণ ৮ কোটি টাকা। আর এ পাওনার বিপরীতে উত্তরা ব্যাংক পিএলসি হবিগঞ্জ শাখার কাছে বন্ধকিতে আছে হবিগঞ্জ পৌরসভার কামড়াপুর মৌজার ৫৪৪, ৫৫৩, ৫৩৮ দাগের ৫০.২৫ শতক, হবিগঞ্জ পৌরসভার আথুকরা মৌজার ১১৩০৪ দাগের ১২.৫০ শতক এবং বানিয়াচং থানার দক্ষিন আনোয়ারপুর মৌজার ৫০০, ৫০৫, ৩৩ শতক ও স্থাপনাসহ অটো রাইস মিল।

ব্যাংকের একাধিক কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে জানান . ব্যাংকের মূল ঋণ ৮ কোটি টাকা হলেও সুদে আসলে বেড়ে হয়েছে কয়েকগুণ। ঋণের টাকা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার পরেও ব্যাংক থেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। এরপরেও রাসেল ব্যাংকের সাথে কোন ধরনের যোগাযোগ না করায় তারা সম্পত্তি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও জানা যায়,তার বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাস গুপ্তের করা মামলাসহ একাধিক মানুষের আর্থিক লেনদেনের মামলা আছে। মামলা গুলোর ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়ে বর্তমানে সে লন্ডনে পলাতক আছে।