জোছনা ছাড়া আঁধার নামলেই শুরু হয় অপকর্ম, রাত বাড়লেই ভয়ংকর হয়ে উঠে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকার চিত্র। পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মাদক বিক্রেতা, চাঁদাবাজি, ভাসমান পতিতা এবং হিজড়া সিন্ডিকেটে প্রতিনিয়তই ঘটছে অপ্রীতিকর ঘটনা সাথে আছে আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, সরকারি জায়গা দখল করে ভাড়া বাণিজ্য ও পরিবহন খাত নিয়ন্ত্রন নিয়ে ভিন্ন আরও কিছু ব্যবসা।
সরেজমিন তথ্য নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ গোল চত্তর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশ জায়গা দখল করে আনুমানিক ৭০/৮০টা অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে ভাড়া বাণিজ্য করে আসছে একটি চক্র। দোকান প্রতি ২/৩ হাজার টাকা আদায় করে মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে চক্রটি।
প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বার বার উচ্ছেদ করা হলেও ‘রুই কাতলা’দের মদদে পরে আবার যেই সেই। দূরপাল্লার বাস যাত্রীদের টার্গেট করে সক্রিয় থাকে ‘অজ্ঞান পার্টি’। স্পে, পান কিংবা কোমল পানীয় সাথে ঔষধ মিশিয়ে যাত্রীদের খাইয়ে সবকিছু হাতিয়ে নেয়াই তাদের কাজ। কাজ শেষে নতুনব্রীজ গোল চত্তরে পৌছা মাত্রই মমূর্ষ যাত্রীদের উদ্ধার করে পরিবার কিংবা হাসপাতালে পৌছে দেয় এই চক্রেরই আরও কিছু সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকাতে বেশী সক্রিয় থাকে এরা। স্থানীয় মৃত চান্দ আলী মেম্বারের ভাতিজা ফরিদ মিয়া (৩০) এর নেতৃত্বে চুনারুঘাট রোডে ‘টাওয়ার’ এলাকায় বাসা বাড়িতে চলে ভিন্ন ব্যবসা। দেশের বিভিন্ন স্থান থেকে ভাসমান পতিতাদের রেখে বাউল শিল্পি পরিচয়ে চলে রমরমা ব্যবসা।
শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ থেকে ৫ মিনিট উত্তরে খোয়াই নদীর ব্রীজের কাছে আব্দুল হামিদের পুত্র খোকন হিজড়া ও রাজু হিজড়ার নেতৃত্বে প্রকাশ্যে চলে মাদক ব্যবসা। রেলওয়ের জমিতে টিনশেটের বাসা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য সরবরাহ করে এরা।
এ ছাড়াও হিজড়া পরিচয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করে করতে দেখা যায় তাদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হলেও বহাল তবিয়তে আছে এরা। এ ছাড়াও দুরপাল্লার পরিবহনে নৈরাজ্য, মাসোহারা এবং চাঁদাবাজি করে আরেকটি চক্র। প্রশাসন ম্যানেজ এবং স্থানীয় মদদদাতা হিসেবে এ চক্রের নেতৃত্ব দেন উবাহাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলী।
সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তদারকি না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে নতুনব্রীজ এলাকা। দিনে ও রাতের বিভিন্ন সময়ে নিবিগ্নে অপরাধীরা নানা অপকর্ম করে যাচ্ছে।