রাত পোহালেই ঈদ : নবীগঞ্জে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 May 2021
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই ঈদ : নবীগঞ্জে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

Link Copied!

অঞ্জন রায় নবীগঞ্জ প্রতিনিধি : গতকাল ১২মে (বুধবার) দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূরন করে আগামীকাল মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করা হবে। রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম-সাধনার পর হাজির হয় ঈদুল ফিতর। কিন্তু মহামারি করোনা পরিস্থিতিতে এ বছর উৎসব আর আনন্দের ঈদ আসছে ভিন্ন চেহারা নিয়ে। ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামায়াত না করে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
এদিকে শেষ মুহুর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা তবে অনেকেই মানছেননা স্বাস্থবিধি। নবীগঞ্জ শহর ঘুরে দেখা যায়, নবীগঞ্জের প্রতিটি বস্ত্র বিতান, জুতার দোকান ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, ক্রেতাদের ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন বিক্রেতারা। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবর্তী সকল শ্রেনীর লোকজন পরিবারের সদস্যদের নিয়ে আসছেন ঈদের কেনাকাটা করতে।

ছবি : নবীগঞ্জের একটি কাপড়ের দোকানে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা

শেষ মূহুর্তের ঈদের বাজারের ব্যাপারে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, অন্য বছরগুলোর তুলনায় এবছর ঈদের বাজারে তুলনামূলক কম বিক্রি হচ্ছে, ব্রিক্রেতাদের আশানুরুপ বিক্রি হচ্ছেনা। নবীগঞ্জ মধ্যবাজারস্থ নুরজাহান কমপ্লেক্সের ইকবাল বস্ত্র বিতানের প্রোঃ ও নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার জানান, রমজানের প্রথম দশ দিন বিক্রি খুব একটা ভালো ছিল না। ধীরে ধীরে বিক্রি বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিক সময়ের ৮০ শতাংশে পৌঁছেছে। শুধু বস্ত্র বিতান, জুতার দোকান আর কসমেট্রিক্স দোকানে নয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আর কাচাঁবাজারেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
শহরের মধ্যবাজারস্থ দোকানগুলোতে উচ্চবিত্তদের আর শেরপুর রোডস্থ নূরানী মার্কেটে জমছে নিম্নবর্তী দের ঈদের মার্কেট। এদিকে এবারের ঈদে পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট এবং মহিলাদের পছন্দ লেহেঙ্গা, সিল্ক শাড়ি, ত্রিপিছ, এবং কিরনমালাসহ বেশ কয়েক ধরনের পোষাক।