রাজিউড়া উপ-নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফজল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 December 2020
আজকের সর্বশেষ সবখবর

রাজিউড়া উপ-নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফজল

অনলাইন এডিটর
December 10, 2020 11:57 pm
Link Copied!

ছবি: রাজিউড়া উপ-নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফজল।

 

খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জ সদর ৬ নং রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল এর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য থাকায় চেয়ারম্যান পদে উপ – নির্বাচন ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।

এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সদর উপজেলা ৬ নং রাজিউড়া ইউনিয়নে শুরু হয় ভোট গ্রহন।

রাজিউড়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র
প্রার্থী (চশমা) প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ফয়জুল ইসলাম ফজল। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৭৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আরো ৪ জন।প্রার্থী বদরুল করিম দুলাল (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট, তাজুল ইসলাম ফরিদ (ঘোড়া) পেয়েছেন ১ হাজর ৮৮৮ ভোট,উসমান গনি পেয়েছেন ১৫২৭ ভোট, কামরুল হাসান রুপক (আনারস) পেয়েছেন ১২৯ ভোট।

রাজিউড়া ইউনিয়নের ১০ টি কেন্দ্র ভোট গ্রহন হয় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ওই ইউনিয়নে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে নির্বাচন গ্রহন করা হয়েছে এবং ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চশমা) মোঃ ফয়জুল ইসলাম ফজল।