রাজিউড়া ইউনিয়নে শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

রাজিউড়া ইউনিয়নে শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

এম.এ রাজা : সোমবার (২৮ জুলাই) হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম রাজিউড়া ইউনিয়নের টমটম, সিএনজি, অটোরিক্সা শ্রমিকদের মধ্যে ঈদ উপহার হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সহযোগিতায় প্রাপ্ত ত্রাণ শ্রমিকদের মধ্যে বিতরণ করেন। প্রায় ১শ অসহায় শ্রমিকদের মধ্যে ঈদ উপলক্ষে ত্রাণ সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজিউড়া ইউনিয়নে বিশিষ্ট ময় মুরুব্বীরা ও এলাকার যুব সমাজ।

 

ছবি: ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

 

এসময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন ধৈর্য ধরুন বাংলাদেশ সরকারের উপরে বিশ্বাস রাখুন আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। এছাড়াও বলেন আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন কারণ আমরা চাইনা এই ঈদের আনন্দ করোনার বিষাদে ডেকে যাক।