তারেক হাবিব ॥ অসহায়দের সাথে প্রতারণা করে ভুয়া কার্ড তৈরি করে হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম তসকির এর বিরুদ্ধে। এ নিয়ে এলাকার ভাটি শৈলুজড়া, গোড়াবইসহ ৮ টি গ্রামের চাল না পাওয়া লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, দেশে নানান দূর্যোগের মুহূর্তে সরকার নির্ধারিত কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে হতদরিদ্রদের ১০ টাকা কেজি চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও, এর সুষ্ঠ বন্টন না করে হতদরিদ্রদের চাল দেবার কথা বলে কৌশলে নিজের কাছেই কার্ড গুলো রাখেন তিনি। পরে ডিলারকে ম্যানেজ করে সেই চাল ক্রয় করে উচ্চ মূল্যে বিক্রি করেন স্থানীয় বাজারে।
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই ৮৫টি কার্ডের তথ্য। যা বর্তমানেও নিজের কাছে জিম্মী করে রেখেছেন ইউপি সদস্য। ভূক্তভোগীদের কেউ কার্ড ফিরে পেতে ইউপি সদস্য শফিউল ইসলাম তসকির এর কাছে গেলে কার্ড না দিয়ে উল্টো গালমন্দ দিয়ে মারধরের হুমকিও দেন তিনি।
এ ব্যাপারে ইউপি সদস্য শফিউল ইসলাম তসকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমার কাছে ৮৫টি কার্ড আছে সত্য, তবে এগুলো অন্য কাজের জন্য রেখেছি। ফুড অফিসের সাথে যোগাযোগ করে কার্ড গুলোর মান উন্নয়ন করব। আমার চালের কোন ব্যবসা নেই। চাইলেই আমি আত্মসাত করতে পারি না’’।
রাজিউড়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল জানান, সৈয়দ আহাম্মদ আলী শামীম নামে এক ব্যক্তির নামে ডিলারশীপ ছিল। মহিলা মেম্বারের স্বামী দুলন এবং ইউপি সদস্য শফিউল ইসলাম তসকিরের সহযোগীতায় নানা দূর্নীতি চলত। তবে এগুলো আঁচ করার পর হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তার তাদের ডিলারশীপ বাতিল করে দেয়া হয়েছে। বর্তমানে আনিত অভিযোগ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দ্রুত আইন-আনুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক তাদের কোন ছাড় নেই।