ছবি : শেখ দুলাল হত্যাচেষ্টা মামলার আসামি রফিক মেম্বারকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ
উল্লেখ্য গত বুধবার (১০ নভেম্বর) গাছ কাটা নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা শেখ দুলাল মিয়ার উপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলায় দা’য়ের আঘাতে দুলালের মাথায় মারাত্মক জখম হয় এবং বাম পা ভেঙে যায়।
স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় দুলালের ভাই শেখ আমির আলী বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।