যুবলীগ নেতা শেখ দুলাল হত্যাচেষ্টা মামলার আসামি রফিক মেম্বার ঢাকায় আটক  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 15 November 2021
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতা শেখ দুলাল হত্যাচেষ্টা মামলার আসামি রফিক মেম্বার ঢাকায় আটক 

Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর:  হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ দুলালের হত্যাচেষ্টা মামলার দুই নাম্বার আসামি রফিক মিয়া মেম্বার (৪৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম উত্তরার ৩ নাম্বার সেক্টরের ৭ নাম্বার রোডের ৯ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার (১৫ নভেম্বর) সকালে মাধবপুর থানায় নিয়ে আসে।

ছবি : শেখ দুলাল হত্যাচেষ্টা মামলার আসামি রফিক মেম্বারকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ

উল্লেখ্য গত বুধবার (১০ নভেম্বর) গাছ কাটা নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা শেখ দুলাল মিয়ার উপর দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলায় দা’য়ের আঘাতে দুলালের মাথায় মারাত্মক জখম হয় এবং বাম পা ভেঙে যায়।
স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় দুলালের ভাই শেখ আমির আলী বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।