যুক্তরাজ্যস্থ বানিয়াচং উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে প্রয়াত জোসেফের পরিবারকে আর্থিক অনুদান প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 30 January 2021
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যস্থ বানিয়াচং উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে প্রয়াত জোসেফের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

Link Copied!

স্টাফ রিপোর্টার :   হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি প্রয়াত সাদিরুজ্জামান খান জোসেফের পরিবারের হাতে যুক্তরাজ্যস্থ বানিয়াচং উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান করা হয়েছে।

 

গত বুধবার (২৭জানুয়ারি) প্রয়াত জোসেফের হবিগঞ্জের সুলতান মাহমুদ পুরের বাসায় গিয়ে প্রবাসীদের পক্ষ থেকে তার মেয়েদের হাতে এই আর্থিক সহায়তা তোলে দেন ইউপি সদস্য মাহফুজুর রহমান খান মামুন ও ইসতিয়াক হোসেন লেমন। যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমান নোমান,সাজ্জাদুর রহমান টিপু,রফিকুর রহমান ও আক্কাস আলী খানের প্রচেষ্টায় এই অনুদানের ফান্ড গঠন করা হয়েছে। তাদেরকে সার্বিক সহযোগীতা করেছেন প্রবাসী সুমন,আমিনুর চৌধুরী,অলি,আহাদ,কয়েস ও নুরুদ্দিন।

 

 

ছবি : প্রয়াত জোসেফের দুই মেয়ের হাতে আর্থিক অনুদান তুলে দিচ্ছেন দুই ইউপি সদস্য

 

 

প্রসঙ্গত,সাদিরুজ্জামান খান জোসেফ গত ২৮ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। জোসেফ বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মধুখানী মহল্লার মরহুম বশিরুজ্জামান খান এর পুত্র।