মোঃ আশিকুল ইসলাম, বানিয়াচং প্রতিনিধি ॥ অবশেষে নিজেদের রাস্তা নিজেরাই চলার উপযোগী করার উদ্যোগ নিয়েছে যাত্রাপাশার স্বেচ্ছাসেবীর দল। ভাঙ্গাচোরা মাটির সড়কে একদল তরুণ উরা- কোদাল নিয়ে খাল থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করছে।
সরেজমিনে দেখা যায়, আজ শনিবার (৪ মার্চ) ৪ নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাত্রাপাশা আবর পাড়া এলাকার রাস্তায় কলেজ শিক্ষার্থী, যুবলীগ কর্মী ও এনজিও কর্মকর্তাসহ ১০/১২ জনের উদ্যমী যুবকেরা দুই দিন যাবত মাটি বোঝাই করে সড়ক মেরামত করছেন।
তারা জানান, চুকরা বিলের পাড় হইতে ইকবাল মেম্বারের বাড়ি হয়ে কুণ্ডুর পাড় পর্যন্ত সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এক সময় ওই রাস্তা দিয়ে কৃষি কাজের সকল যানবাহন চলাচল করত। এখন যানবাহন দুরের কথা, পায়ে হেটে চলাচলের সুযোগ নেই। দীর্ঘ ৫/৭ বছর যাবত এ রাস্তা মেরামতে চেয়ারম্যান-মেম্বার কোন বরাদ্দ দেননি। দিনে দিনে রাস্তাটি বিলীন হতে চলেছে।
যুবলীগ কর্মী ফয়সল আহমদ জানান, ২ নং ওয়ার্ডের জনবহুল এ রাস্তা মেরামতের জন্য বার বার জনপ্রতিনিধির শরণাপন্ন হয়েছি। ভুক্তভোগী হয়ে এখন আমরা নিজেরাই উরা-কোদাল হাতে নিয়েছি। ভুক্তভোগী এনজিও কর্মকর্তা রাসেল মিয়া জানান, নির্বাচনের সময় চেয়ারম্যানরা অনেক প্রতিশ্রুতি দিলেও পরে আর খবর রাখেন না। জনপ্রতিনিধি নির্বাচনে আমরা ভুল করি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মি বলেন, শুধু রাস্তার বেহাল দশা নয়, গভীর নলকূপ নেই বললেও চলে। এ এলাকার বাসিন্দারা সুপেয় পানির জন্য সীমাহীন কষ্ট করছে। ইউনিয়নের মধ্যে যাত্রাপাশা ২ নং ওয়ার্ডে জনগণ ও ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। প্রার্থীদের জয় পরাজয় নির্ভর করে এ ওয়ার্ডের ভোটারদের সিদ্ধান্তের উপর। ২ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমনি ও মরহুম এডভোকেট জনাব আলী এমনি। অথচ সবদিক দিয়ে এ ওয়ার্ডের জনগণ চরম পর্যায়ে অবহেলিত। দেখার যেন কেউ নেই।